ন্যাভিগেশন মেনু

দিল্লির সফদরজং হাসপাতালে আগুন


ভারতের রাজধানী নয়া দিল্লির সফদরজং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সফদরজং হাসপাতালের বিল্ডিংয়ের ভেতর থেকে কালো ধোঁয়া বেরুতে দেখা যায়। এরপরই হইচই শুরু হয়ে যায় হাসপাতাল জুড়ে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবরে তোলপাড় শুরু হয়ে যায় গোটা হাসপাতাল চত্বরে। চিকিত্‍‌সাধীন রোগীরা নিরাপদে আছেন কি না, তা জানতে ভিড় জমান উদ্বিগ্ন আত্মীয়রা। 

আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে ওই বিল্ডিং সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, আবর্জনার স্তূপ থেকে আগুন লেগেছিল বলে মনে করা হচ্ছে।

সফদরজং হাসপাতাল কভিড-১৯ রোগীদের চিকিত্‍‌সার জন্য নির্ধারিত। সুত্র: এইসময়

এডিবি/