ন্যাভিগেশন মেনু

দুই বাহিনীর মধ্যে সম্পর্ক অক্ষুন্ন থাকবে: আইজিপি


কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের মৃত্যুর ঘটনা নিয়ে কোন প্রকার উস্কানিতে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে কোন ভাবেই সম্পর্ক নষ্ট হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কক্সবাজারে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান আইজিপি।

পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশ ও সেনাবাহনী কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করে। এই ঘটনায় প্রভাবমুক্ত তদন্ত হবে।

এর আগে বুধবার অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় টেকনাফের আদালতে রাশেদের বোন শারমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

ওয়াই এ/এডিবি