ন্যাভিগেশন মেনু

দুই যমজ শিশুর জোড়া মাথা আলাদা করলো বিশেষজ্ঞরা


ইসরায়েলের এক বছর বয়সী দুই যমজ শিশুর জোড়া মাথা অপারেশনের মাধ্যমে আলাদা করলো চিকিৎসা বিশেষজ্ঞরা। বাচ্চা দুটি এখন সুস্থ আছে। জন্মের পর প্রথমবারের মতো তারা একে অপরকে দেখতে পাচ্ছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে তাদের অপারেশনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, দেশটির বীরশেবা শহরের সোরোকা মেডিকেল সেন্টারে গত সপ্তাহে ১২ ঘণ্টা ধরে অপারেশন করে যমজ বাচ্চা দুটির জোড়া মাথা আলাদা করা হয়। ঝুঁকিপূর্ণ এ কাজে অংশ নেওয়ার আগে মাসব্যাপী প্রস্তুতি নেন চিকিৎসকরা। দেশি-বিদেশি ডজনখানেক চিকিৎসা বিশেষজ্ঞ এ অপারেশন সম্পন্ন করেন।

ছোট্ট বালিকা দুটির এখনও নাম রাখা হয়নি। তারা পুরোপুরি ভালোর দিকে যাচ্ছে বলে জানা গেছে।

সোরোকা মেডিকেল সেন্টারের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এলদাদ সিলবারস্টাইন ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভকে বলেন, তারা নিঃশ্বাস নিতে পারছে এবং নিজে নিজে খেতে পারছে।

গোটাবিশ্বে এধরনের ২০টি অপারেশন হয়েছে আর ইসরায়েলে এবারই প্রথম। এক মাস আগে থেকেই অপারেশন সফলভাবে সম্পন্ন করার প্রস্তুত নেওয়া হয়েছিল।

সোরোকার প্রধান নিউরোসার্জন মিকি গিডিয়ন বলেন, প্রস্তুতির মধ্যে যমজ বাচ্চাগুলোর থ্রি ডি ভার্চুয়াল মডেলও কাজে লাগানো হয়।

তিনি আরও বলেন, আমরা আনন্দিত যে, আমরা যা প্রত্যাশা করেছিলাম তার পুরোটাই সফল হয়েছি।

২০২০ সালের আগস্টে জন্ম নেওয়া যমজ কন্যারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এমন প্রত্যাশা রাখা যায়।

সিবি/ওআ