ন্যাভিগেশন মেনু

দুই হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন


করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগকৃত দুই হাজার চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার (১০ মে) তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে  প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হবে।

আদেশে বলা হয়, ৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে পদায়ন করা হলো।

এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই দুই হাজার চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়ে  প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

ওআ