ন্যাভিগেশন মেনু

দুশ্চিন্তায় ভুগছেন নেইমার


করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে গোটা বিশ্ব থমকে গেছে। বিশ্বের প্রায় সব দেশে চলছে লকডাউন। করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে সকল ধরনের খেলাধুলা। 

ফুটবলে এর প্রভাব সেই শুরু থেকেই পড়েছে। ফুটবল আগের অবস্থায় কবে ফিরবে তারও কোনো নিশ্চয়তা নেই। ঠিক এই ব্যাপারটা নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন নেইমার জুনিয়র।

ফুটবল কবে ফিরবে তা জানতে না পারার কারণেই পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের যত দুশ্চিন্তা। তবে যখনই ফিরুক না কেন, নিজেকে প্রস্তুত রাখার ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছেন না তিনি। ব্রাজিলে নিজের বাড়িতেই ব্যক্তিগত ট্রেনার রিকার্দো রোসার অধীনে অনুশীলন জারি রেখেছেন তিনি।

রোসার অধীনে প্রতিদিন ভিন্ন ভিন্ন রুটিন অনুসরণ করছেন নেইমার। নিজেকে ফিট রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করছেন। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে ফুটবল থেকে দূরে থাকতে হচ্ছে। এই দুচিন্তা তার মাথায় চেপে বসছে। 

নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আবার কবে খেলতে পারব তা জানতে না পারা দুশ্চিন্তার কারণ হচ্ছে। আমি খেলা, প্রতিযোগিতা, ক্লাবের পরিবেশ এবং আমার পিএসজি সতীর্থদের খুব মিস করি। ফুটবলের জন্য এটা অনেক দীর্ঘ সময়।’

‘আমি নিশ্চিত সমর্থকরাও যত দ্রুত সম্ভব সবাইকে মাঠে ফিরতে দেখতে চায়।আমি আশা করি সিদ্ধান্তটা শিগগিরই নেওয়া হবে,’ যোগ করেন মার্চে খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত পিএসজির হয়ে ২২ ম্যাচে ১৮ গোল করা নেইমার।

শারীরিক দিক থেকে নেইমারের সামর্থ্য অধিকাংশ খেলোয়াড়ের চেয়ে ভালো বলে মনে করেন রোসা। নেইমারের দীর্ঘদিনের এই ট্রেনার বলেন, ‘এত বছর তার সঙ্গে কাজ করার পর, আমি বলতে পারি, শারীরিক দিক থেকে সে একজন বিশেষ অ্যাথলেট। ফুটবলারদের জন্য ঠিক যেমনটা প্রযোজ্য ঠিক তেমন কিংবা তার চেয়ে ভালো।’

ওআ