ন্যাভিগেশন মেনু

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চে লাখো ছাত্র-জনতার উপস্থিতি


স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  সারাদেশে ‘ শহীদী মার্চ’ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে এই মিছিল মানিক মিয়া অ্যাভিনিউ অতিক্রম করে।


এর আগে বিকেল ৪টায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়। মিছিলটি নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি-২৭, মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। 


এটি বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হচ্ছে। অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি সংহতি ও স্মরণে সারাদেশে ছাত্র ও জনগণকে একত্রিত করাই এই কর্মসূচির লক্ষ্য।


আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সারজিস শিক্ষার্থীদের মার্চে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।