ন্যাভিগেশন মেনু

দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে কোথাও বৃষ্টির সম্ভবনা নেই।

আবহাওয়া অধিদফর জানায়, শনিবার থেকে বৃষ্টির সম্ভবনা না থাকলেও শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় তা অপরিবর্তিত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দেশের উত্তর-পশ্চিমাংশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট উৎসবের জন্য প্রস্তুত ভোটাররাও।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, ঢাকার এই দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই ।

সিবি /  এস এস