ন্যাভিগেশন মেনু

দেশের উন্নয়ন রুখতে গুজব ছড়ানো হচ্ছে : ড: হাছান মাহমুদ


বাংলাদেশ পোস্ট অনলাইন ডেস্ক:  যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না, তারাই রাজনৈতিক অপকৌশল হিসেবে গুজবকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে।

দেশকে যারা অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান তথ্যমন্ত্রী ড: মাহমুদ।

শুক্রবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের শেখ লুৎফর রহমান ও শেখ সায়েরা খাতুন গ্যালারিতে স্বাধীনতা চারুশিল্পী পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু উপাধির ৫০ বছর' শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছিল। একটি কমিশন গঠন করে বঙ্গবন্ধুর প্রকৃত খুনি  ওপরিকল্পনাকারীদের খুঁজে বের করতে হবে।

যেন ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারে। জাতির স্বার্থেই খুনি ও পরিকল্পনাকারীদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী পরে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আশরাফুল আলম পপলু।

এ ছাড়া বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, কবি ও শিল্প সমালোচক স্থপতি রবিউল হুসাইন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান প্রমুখ। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৫৫ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।

এসএস