ন্যাভিগেশন মেনু

ভালো কাজে বাধা আসবেই, দৃঢ় সংকল্প নিয়ে কার্যক্রম শুরু করেছি: তাপস


ভালো কাজে বাঁধা আসবেই। সেই বাঁধা পেরোতে দৃঢ়তা এবং সংকল্প নিয়েই আমাদের কার্যক্রম শুরু করেছি বলে জানালেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনের সময় হাজারীবাগে কালু নগর স্লুইস গেট এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা আশাবাদী অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো।’ 

মেয়র তাপস জানান, ‘আগামী বর্ষার আগেই খালগুলো দখল ও দূষণমুক্ত করে, ১০ ফুট উঁচু করে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হবে যাতে করে আর বর্জ্য ফেলা না যায়। এরপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো, যেন মানুষ বর্জ্য ফেলা থেকে বিরত থাকে এবং বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়।’ 

তিনি আরও বলেন, ‘এ মৌসুমেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার খালগুলোকে প্রাথমিক পর্যায়ে আমরা পরিষ্কার করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করবো। যার ফলশ্রুতিতে গত সপ্তাহে আমরা জিরানী খাল পরিদর্শন করেছি। আজ আদি বুড়িগঙ্গার কালুনগর খাল পরিদর্শন করেছি। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি।’

অবৈধভাবে দখল উচ্ছেদ বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সকল প্রকার বর্জ্য অপসারণ করা হচ্ছে। দুর্নীতি মুক্ত করা হচ্ছে, সুতরাং সব পর্যায়ের মানব সৃষ্ট বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে।’

প্রসঙ্গত, প্রতি বুধবার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ওয়াই এ / এস এস