ন্যাভিগেশন মেনু

দেশের প্রথম ক্রিকেট গেমিংয়ে দেখা যাবে মুশফিকুর রহিমকে


বাংলাদেশ প্রথমবারের মতো তৈরি করেছে ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’। গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহিম। হাউজ্যাট গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে।

মূলতঃ মুশফিকুর রহিমের লিজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি। সে হিসেবে বলা যায় তিনিই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। পাশাপাশি এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনেও। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। সাথে আছে হাইডেফিনেশন গ্রাফিক্সে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার।

গেমটি ডাউনলোডকারী ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মডিউল এখানে আছে। জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লিজেন্ডারি মোড।

গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইনে থাকা বন্ধুদের নিয়ে সেখানে চার বা আট জনের টিম তৈরি করা যাবে। ডাউনলোডকারীরা ফ্রেন্ডশিপ ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবেন এবং চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন।

এ বিষয়ে হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডাবল-এর উদ্যোক্তা সাজেদুর রহমান জানান, ‘বেশ কয়েকটি কারণে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের এখানে যুক্ত করা হয়েছে। এই গেমটি নিয়ে মুশফিকের আগ্রহ। জিম্বাবুয়ে সফরের ব্যস্ততার মাঝেও তিনি এমওইউ স্বাক্ষর করে দেশে পাঠিয়ে দেন।

এছাড়া মুশফিকের এক কোটি ৩০ লাখের বেশি ফেসবুক ফলোয়ার, ১৪ লাখের বেশি ট্যুইটার ও ১৩ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার গেমটাকে পৌঁছে দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

১ অক্টোবর হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল” এর যাত্রা শুরু হচ্ছে। গেমিং অ্যাপটির উদ্বোধনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মুশফিকুর রহিমের পাশাপাশি থাকবেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম।

প্রসঙ্গত, পৃথিবীর অনেক দেশের লিজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে, যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রায়ান লারাকে নিয়ে আছে ব্রায়ান লারা ক্রিকেট, অস্ট্রেলিয়াতে ম্যাথু হেডেনকে নিয়েও আছে গেমিং অ্যাপ। সেই বিবেচনায় বাংলাদেশেও ক্রিকেটের লিজেন্ড এরইমধ্যে তৈরি হয়েছে, যাদের মধ্যে মুশফিকুর রহিমও একজন।

এমআইআর/এডিবি/