ন্যাভিগেশন মেনু

দেশের বিভিন্ন এলাকায় আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা


ঋতুর পরিবর্তন হওয়ায় বাতাসের গতির পরিবর্তন হচ্ছে। আবহাওয়ার এই রূপ দেখা যাবে প্রায়ই।

তবে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীতে সূর্য দেখা গেলেও দুপুরের দিকে হটাৎ করেই আকাশ মেঘলা হয়ে গেছে। রাজধানীর কোনও কোনও এলাকায় কয়েক ফোটা বা হালকা বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

এদিকে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে আগামী তিনদিন ঢাকা, রংপুর  রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর  রাজশাহী,  খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে বুধবারের (২৬ ফেব্রুয়ারি) পর থেকে তাপমাত্রা আবারও বাড়বে বলেও জানা যায়।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘মার্চ, এপ্রিল ও মে মাসে এই আবহাওয়া আরও  বেশি দেখা যাবে। এটিকে ঠিক কালবৈশাখী বলা যাবে না। তবে অনেক সময় ছোট আকারের কালবৈশাখী তো হয়। এই মৌসুমে আমরা বাতাসের গতিবেগ বেশি হলে তাকে সাধারণত কালবৈশাখী বলি।’

এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও পটুয়াখালীতে ৩২ দশমিক ৪, আর সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ওয়াই এ/এডিবি