NAVIGATION MENU

দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আশঙ্কা


মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৮ জুন) সকাল ৬টা নাগাদ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পূর্ভাবাসে এ শঙ্কা প্রকাশ করা হয়।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস ও ভারি বর্ষণের সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।‘

এর আগে শনিবার বিকেলে দেওয়া অতি ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমআইআর/এডিবি