ন্যাভিগেশন মেনু

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা


রাজধানী ঢাকাসহ, খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়োহাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ,ঢাকা, খুলনা , বরিশাল,  চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সকাল ৬ টায় (২৪ মে) ঘূর্ণিঝড় ইয়াস (যশ) এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগে  ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

এস এ /এডিবি/