ন্যাভিগেশন মেনু

দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ, হালকা থেকে মাঝারী ধরণের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন খুলনা বিভাগের কুমারখালী ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

ওয়াই এ/এডিবি/