ন্যাভিগেশন মেনু

ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান


ইয়েমেনের নিরীহ জনগণের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসন ও গণহত্যায় সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখার জন্য ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেফার হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পর ইরানের এ ব্যবস্থা নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ক্রিস্টেফার হেনজেল সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে অর্থায়ন, সশস্ত্র সহায়তা, রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধান করতে বাধা, দেশটিকে কয়েকখণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা এবং ইয়েমেনেরের নাগরিকের ওপর অমানবিকভাবে নানাবিধ নিষেধাজ্ঞা প্রয়োগের মাধ্যমে জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনু্যায়ী, বুধবার (৯ ডিসেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং ইরানের সব সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সমর্থন করার অজুহাতে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। সূত্র: পার্সটুডে

সিবি/এডিবি