ন্যাভিগেশন মেনু

দেশের লাইফলাইন চট্টগ্রামঃ বাণিজ্যমন্ত্রী


দেশের লাইফলাইন চট্টগ্রাম। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

আজ রবিবার দুপুরে নগরের আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (বিআইটিএফ) উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) মাসব্যাপী এ মেলার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন,আপনাদের দায়িত্ব নিতে হবে। চট্টগ্রামের মানুষ আমাকে কাছে টেনে নিয়েছিলেন। এখানে সমুদ্রের গর্জন শোনা যায়। চট্টগ্রাম থেকে যখন ডাকা হয় ছুটে আসি।

মন্ত্রী বলেন, বাণিজ্যে বসতি লক্ষ্মী কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি। এখন শুনি প্রচারেই প্রসার। এ দুইটির মেলবন্ধন হচ্ছে চট্টগ্রাম।

তিনি বলেন, আমি ২৫ বছর ধরে তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত। ৪৫ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত। ৫৩ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি ও বাবা মুক্তিযোদ্ধা। এটি আমার জন্য গৌরবের।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলাদেশ। তাকে হত্যা করা হয়েছিল- এ স্বপ্ন যেন পূরণ না হয়।

বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশের স্বাধীনতা চায়নি। এইদিন জয়বাংলা স্লোগান স্তব্ধ করে দিয়েছিল। বাংলাদেশ এখন পৃথিবীর বিস্ময়। এটি সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা।

বানিজ্য মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে তিনি উদয়াস্ত পরিশ্রম করছেন। ১০ মাসে ২৫-৩০টি দেশ ঘুরেছি। সবার প্রশ্ন বাংলাদেশের উন্নতির চাবিকাঠি কী? ২০২১ সাল হবে আমাদের মাইলস্টোন। ৬০ বিলিয়ন ডলার রপ্তানি টার্গেট।

ভারত সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্বভারতের ৫ কোটি মানুষ। কর্মসংস্থান বাড়বে। বন্দরের সক্ষমতা বাড়বে। ১২০০ কিলোমিটার যেতে হয় কলকাতা বন্দরে। চট্টগ্রাম বন্দর হলে অর্ধেক পথে দাঁড়াবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএমসিসিআই সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সিএসসিসিআই সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, আবদুস সামাদ লাভু, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া।

এসময় উপস্থাপনায় ছিলেন কোহিনূর শাকি ও বিশ্বজিৎ পাল। এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এস এ / এস এস

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost