ন্যাভিগেশন মেনু

দেশের সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ: পাপন


করোনা আতঙ্কে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া, সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। 

এবার করোনা মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সবধরনের ক্রিকেট। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আপনারা সবাই জানেন, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতেই যা হচ্ছে...বাংলাদেশেও এটা নিয়ে কাজ করা হচ্ছে। যে কারণে সব জায়গায়ই খেলাধুলা বন্ধ। আমাদের এখানেও বন্ধ হয়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে প্রিমিয়ার লিগ প্রথম রাউন্ডের পরই আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, দুইটা দিন অপেক্ষা করি, অবস্থা-পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেই। তো, (দ্বিতীয় রাউন্ড স্থগিত করা) ওইটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিলো। এখন আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।’

বিসিবি সভাপতি বলেন, ‘সবদিক বিবেচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, দেশের সবধরনের ক্রিকেট বন্ধ, আপাতত স্থগিত। পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত, পরিস্থিতি উন্নতির আগে আমরা কিছু বলতে পারছি না। পরিস্থিতি বদলালে আমরা খেলা শুরু নতুন সূচি ঘোষণা করে দেবো।’

এ ঘোষণার ফলে স্থগিত হয়ে গেলো সবে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এপ্রিলের ১৫ তারিখের আগে আর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাপন।

এমআইআর/এডিবি

আরো পড়ুন: