ন্যাভিগেশন মেনু

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ২


রাজধানীর ঢাকাসহ সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

সোমবার ( ১৩ জানুয়ারি ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, রংপুর বিভাগে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দুইদিন স্থায়ী হতে পারে। সকালে তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকায় ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রংপুর বিভাগে তাপমাত্রা ১০ এর নিচে রয়েছে। এছাড়াও কয়েক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারণে রাজধানীসহ সারাদেশে শীত অনুভূত হচ্ছে।

এছাড়া তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।দিনভর ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষদের। সাথে বাড়তি যোগ হয়েছে শীতবাহিত রোগ।

এস এ  / এস এস