ন্যাভিগেশন মেনু

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফুলবাড়ীতে


কুড়িগ্রাম থেকে সংবাদদাতাঃ পৌষের শুরুতেই ক্রমাগত বাড়ছে তীব্র শীতের প্রকট। ঠাণ্ডায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। উত্তরের জেলা কুড়িগ্রামে এর প্রকট যেন একটু বেশিই বুধবার সকাল পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে।

এখানকার মানুষ তীব্র শীতের কারণে খর-খুটায় আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছেন। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে পোশাক ক্রয় করতে ভির করছেন ক্রেতারা।

সেই সাতে পাল্লা দিয়ে বেড়েছে ঠাণ্ডা জনিত অসুখ সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়া। এসব রোগে সব চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা।

দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই ঘন কুয়াশার চাদরে ছেঁয়ে গেছে পুরো উপজেলা। দিনের বেশি ভাগ সময়ে যেমন সকাল শেষে দুপুর গড়ালেও সূর্যের আলোর দেখা মিলছে না। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাওয়ায় রাত ও সকাল বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ২৪ ও ২৫ ডিসেম্বরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এমআইআর/এস এস