ন্যাভিগেশন মেনু

রূপসা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাসহ পাঁচ জেলায় ট্রেন চলাচল বন্ধ


খুলনা থেকে নীলফামারীর চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুরে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সোয়া ৪টার দিকে চিলাহাটী থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন রূপসা এক্সপ্রেস লাইনচ্যুতির পর উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সঙ্গে ঢাকা ও খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইসরাফিল সরকার।

স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে চিলাহাটি যাওয়ার পথে রূপসা এক্সপ্রেস ট্রেনটির একটি বগি ফুলবাড়ী রেলক্রসিংয়ের কাছে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর সোমবার রাতে দুর্ঘটনা কবলিত ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর ফলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর স্বাভাবিক হবে রেল চলাচল।

এর আগে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ফুলবাড়ী-পার্বতীপুরে রেলগুমটি ক্রসিংয়ে সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে কুমার দাস (৩২) নামের এক গেটম্যান মারা যান। আর আহত হন ট্রাকচালক সাইদুল ইসলাম (৩৪)।

গেটম্যান সুশান্ত কুমার দাস ঈশ্বরদী জেলার বাসিন্দা বলে জানা গেছে। আর ট্রাক চালক সাইদুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মণ্ডলের ছেলে।

দুর্ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে গেটম্যান সুশান্তের মরদেহ দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচ থেকে উদ্ধার করে পার্বতীপুর জিআরপি থানা পুলিশ।

ওআ/