ন্যাভিগেশন মেনু

দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, সনাক্ত ২৯৯৫


দেশে করোনাভাইরাস (কভিড-১৯) সনাক্ত হওয়ার ১৫৮তম দিনে এই ভাইরাস আক্রান্ত হয়ে আরও ৪২ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫১৩ জনে পৌঁছালো।

একই সময়ে সারাদেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৫ জনের শরীরে। এ নিয়ে মোট সনাক্ত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সারাদেশে মোট ৮৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি। রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৮৯ জনে পৌঁছালো।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এমআইআর/ওআ