ন্যাভিগেশন মেনু

দেশে করোনায় একদিনে ১১ জনের প্রাণহানি


করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হলো।

একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ৪৭০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে সনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায়য় দেশের ২১৪টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩৪৫টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৪০ লাখ ১৮ জার ২৬৮টি। এ সময়ে নতুন রোগী সনাক্ত হয়েছেন আরও ৪৭০ জন। দেশে মোট সনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন চার লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এমআইআর/ এডিবি