ন্যাভিগেশন মেনু

দেশে করোনায় একদিনে ৫ জনের প্রাণহানি, সনাক্ত ৩৫০


করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিন পুরুষ, নারী দুই জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ৮ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ৩৫০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে সনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৯ লাখ ৩৩ হাজার ৬৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিন সুস্থ হয়েছেন আরও ৪২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এমআইআর/এডিবি