ন্যাভিগেশন মেনু

দেশে করোনার সংক্রমণ কমেনি


দেশে বৈশ্বিক কভিড-১৯ শনাক্তের হার আগের মতোই রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

বিগত চার মাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০-২৫ শতাংশের মধ্যেই আছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকোপ কমেছে কিন্তু সংক্রমণ কমেনি।

টেস্ট যা-ই হোক ২৪ ঘণ্টায় শনাক্তের হার স্থিতিশীল এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার অতিক্রম করেছে।

দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন হাজার৫১৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনে।

নমুনা সংগ্রহ যা-ই হোক, কিংবা পরীক্ষা যে পরিমাণেই হোক না কেন, দেশে করোনা শনাক্তের হার আগের মতোই রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

বিগত চার মাসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০-২৫ শতাংশের মধ্যেই আছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকোপ কমেছে কিন্তু সংক্রমণ কমেনি। টেস্ট যা-ই হোক ২৪ ঘণ্টায় শনাক্তের হার স্থিতিশীল।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, ৩০ এপ্রিল পর্যন্ত শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮৫। আর সেদিন ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৫। এরপর ১৫ মে পর্যন্ত শনাক্তের হার ছিল ১২ দশমিক ৫০, ২০ মে-তে শনাক্তের হার দাঁড়ায় ১৩ দশমিক ১১।

এস এস