ন্যাভিগেশন মেনু

দেশে করোনায় একদিনে ৩২ জনের মৃত্যু


করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫ হাজার ১৯৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ১১ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ৪০৭ জনের করোনা সনাক্ত হয়। ফলে দেশে মোট সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৬০ হাজার ৫৫৫ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৭২ হাজার ৭৩ জনে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ওয়াই এ/এডিবি