ন্যাভিগেশন মেনু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের প্রাণহানি


করোনাভাইরাস আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৭০ জনে পৌঁছেছে।

একইসময়ে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩১০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবে ২৯ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ।

এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৬ লাখ ৭৬ হাজার ১২৩টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন।

২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় দুইজন, সিলেটে পাঁচজন, বরিশালে দুইজন, রংপুরে দুইজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।

সিবি/এডিবি/