ন্যাভিগেশন মেনু

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি: একদিনে সনাক্ত ৫১৮১, মৃত্যু ৪৫


সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৪৯ জনে পৌঁছেছে। একইসময়ে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ১৮১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৯৫ জনে।

এটিই বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ সনাক্তের রেকর্ড। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনায় সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছিল।

করোনাভাইরাস নিয়ে সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৬৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ, বাকি ১৫ জন নারী।

এডিবি/