ন্যাভিগেশন মেনু

দেশে নয় মাসে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তের রেকর্ড


করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অবিশ্বাস্য হারে বাড়ছে। এই ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৪৬৯ জন। আর মৃত্যু হয়েছে ৫৯ জনের।

এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ৯ হাজার ১০৫ জনের মৃত্যু হলো। আর মোট আক্রান্ত হিসেবে সনাক্ত হলো ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী সনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ওয়াই এ/ ওআ