ন্যাভিগেশন মেনু

দেশে প্রথম চাঁদপুরের রামপুর ইউনিয়নে অনলাইন ডিজিটাল সেবার উদ্বোধন


‘ইউনিয়ন পরিষদ সেবা বাতায়ন দেশের দশের এবং সকলের’ স্লোগানে অনলাইনে দেশে এ প্রথম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের ডিজিটালাইজেশন কার্যক্রম ‘ইউপি সেবা’-এর শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভার্চুয়াল মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি  বলেন,  ‘জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর এ কাজ বাস্তবায়নে আমরা সকলে চেষ্টা করে যাচ্ছি। সরকারের ডিজিটাল সেবা কার্যক্রম আজকে দেশের সব মাধ্যমে চালু হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের জনগণ সে সেবা গ্রহণ করতে পারছে।’

বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন চাঁদপুর-এর পরিকল্পনায় এবং অরেঞ্জ বিডি লিমিটেডের কারিগরি সহায়তায় ইউনিয়ন পরিষদ সমূহকে আরও বেশি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ডিজিটালাইশেন ‘ইউপি সেবা’ নামে ওয়েবসাইট চালু করা হয়। এতে জনগণ সহজেই দেশের এবং বিশ্বের যে কোনো প্রান্ত  থেকে তাদের কাঙ্খিত সেবা সহজেই গ্রহণ করতে পারবে।’

এডিবি/