ন্যাভিগেশন মেনু

দেশে ফিরলেন টাইগাররা


প্রায় সোয়া তিন সপ্তাহের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার (৪ মে) বিশেষ চাটার্ড ফ্লাইটে বিকেল ৪টায় ঢাকায় ফিরে মুমিনুল হকের দল। 

বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে নেওয়া হয় শ্রীলঙ্কা সফর থেকে আসা প্রত্যেক সদস্যকে। সেখানে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তবে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের হোম কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য অধিদফতরকে চিঠিও দিয়েছে বিসিবি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটো ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমায় বাংলাদেশ ক্রিকেট দল্ সিরিজের প্রথম টেস্টে দারুণ খেলেন মুমিনুল হক বাহিনী। দুই টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের সেঞ্চুরিতে জিততে না পারলেও ম্যাচটি ড্র করতে সক্ষম হন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এরই মর্ধদিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পায় বাংলাদেশ। কিন্তু প্রথম টেস্টে দারুণ খেললেও দ্বিতীয় টেস্টেই অবস্থা করুণ। এবার হেরেছে ২০৯ রানের বড় ব্যবধানে।

ওআ/