ন্যাভিগেশন মেনু

১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস বাংলার ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট


করোনার প্রভাবে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর আগামী ১৬ আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

বাংলাদেশ ও মালয়েশিয়া দু’দেশের সরকারের সকল ধরনের স্বাস্থবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ঢাকা থেকে কুয়ালালামপুরে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ও রবিবার সকাল ৮ টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। কুয়ালালামপুর থেকে একই দিন স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।

এমআইআর/ এডিবি