ন্যাভিগেশন মেনু

৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ অনুমোদন যুক্তরাষ্ট্রের


করোনার কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এর আগে প্রতিনিধি পরিষদ প্যাকজটির অনুমোদন দেয়।

কয়েক মাস ধরে আলোচনা শেষে অবশেষে মহামারিকালীন প্রণোদনা প্যাকেজে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।

বিশ্বের শীর্ষ অর্থনীতিতে করোনার ধাক্কা সামলে ওঠার ক্ষেত্রে নতুন একটি প্যাকেজ জরুরি হয়ে পড়েছিলো। প্রণোদনা প্যাকেজের এ অর্থের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সহায়তা ও বেকার ভাতা প্রকল্পও রয়েছে। খবর বিবিসি ও ব্লুমবার্গসে‘র।

আইনপ্রণেতা এবং তাদের সহযোগীরা জানান, নতুন প্যাকেজের আওতায় বেশির ভাগ আমেরিকানের অ্যাকাউন্টে ৬০০ ডলার করে পাঠানো হবে। আগামী মার্চ নাগাদ বেকারত্ব ভাতা গ্রহণকারীদের সপ্তাহে ৩০০ ডলার করে দেবে।

এছাড়া ব্যবসার জন্য সহায়তা, ভ্যাকসিন বিতরণ, স্কুল ও যেসব ভাড়াটিয়ার ভাড়া বাতিল হতে যাচ্ছে, তাদের জন্য ৩০ হাজার কোটি ডলার প্রণোদনা এর সঙ্গে যুক্ত হবে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের জন্য পরিচালিত অনেক অর্থনৈতিক ত্রাণ প্রকল্প চলতি মাসে শেষ হওয়ার পথে। এর ফলে ১ কোটি ২০ লাখের মতো মার্কিন নাগরিক বেকার ভাতা হারানোর ঝুঁকিতে ছিলেন। সেজন্যই নতুন এই অর্থায়নের ব্যবস্থা।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় মার্কিন জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্যাকেজের অর্থ দ্রুত হস্তান্তর করা দরকার।

এই বিলে স্থানীয় সরকারের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, যেটা অনেক ডেমোক্র্যাটের দাবি ছিলো।

তবে চাক শুমার বলেন, স্কুল, করোনা পরীক্ষা ও অন্যান্য খরচের জন্য অর্থ বরাদ্দের ফলে এ প্যাকেজের মাধ্যমে স্থানীয় সরকারও পরোক্ষভাবে উপকৃত হবে।

এর আগে মহামারির শুরুর দিকে গত মার্চে মার্কিন সরকার ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের অনুমোদন দিয়েছিলো।

সিবি/এডিবি