ন্যাভিগেশন মেনু

দেশে ২ হাসপাতালে অক্সিজেন অভাবে মৃত্যু ১৫


এবার দেশের কয়েকটি  হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। দেশের উত্তরের জেলা বগুড়ায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা নামে উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম সংকটের কারণে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৩ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।

আরও অন্তত ১০ জনের অবস্থা খুবই সংকটাপন্ন। এ হাসপাতালে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২২৩ জন রোগী ভর্তি ছিলেন। যাদের অধিকাংশেরই উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ প্রয়োজন। কিন্তু হাসপাতালটিতে বর্তমানে মাত্র দু’টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা থাকায় দু’জনের অতিরিক্ত আর কোনো রোগীকে উচ্চ মাত্রার অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না।      

 এদিকে দক্ষিণের জেলা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটিড হাসপাতাল ঘোষণা করা হলেও সেখানে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে অক্সিজেন সংকটে।

গত বুধবার বিকেলে সাতক্ষীরা মেডিক্যালে সেন্ট্রাল অক্সিজেনের প্রেসার কমে আসতে থাকে। সেই সংকট মুহূর্তে পর পরই আইসিইউতে দুজন, সিসিইউতে দুজন এবং সাধারণ ওয়ার্ডে আরও চারজনসহ আটজনের মৃত্যু হয়।

এস এস