ন্যাভিগেশন মেনু

দৌলতদিয়ায় পদ্মা পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইন


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক যানবাহন। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।

ফেরিঘাট সংকট, সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রো রো ফেরি চলাচল করতে না পারায় মূলত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র এই যানজট।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, ‘মাঝে মধ্যে যানবাহনের চাপ বাড়ায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরিঘাটের ৩টি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ৬নং ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার করছে সীমিতভাবে, পানির স্তর নেমে যাওয়ায় ভারি কোনো যানবাহন এ ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে না।’

বর্তমানে দৌলতদিয়া নৌরুটে ১৫ ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে বলেও জানান তিনি।

এমআইআর/এডিবি