ন্যাভিগেশন মেনু

দেড় বছর পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান


করোনা পরিস্থিতিতে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সারাদেশের স্কুল-কলেজ খুলেছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে নির্ধারিত নিয়মে চলবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সশরীরে পাঠদান।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বেশ লম্বা ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। অবশ্য ফের করোনা সংক্রমণ বাড়ার শঙ্কাও শিক্ষক আর অভিভাবকদের মনে উঁকি দিচ্ছে।

সকালে রাজধানী কয়েকটি স্কুলে ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা মাস্ক পরে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে। প্রতিষ্ঠানের গেটেই রয়েছে  হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্যসুরক্ষার নানান উপাদান। এক এক করে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। স্কুলে বাইরে যেন অভিভাবকদের জটলা সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।  নতুন করে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখ, শেণিকক্ষ।

এদিকে, করোনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে বসে টিফিন খেতে পারবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আরও বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল চালানোর জন্যও ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে। সেগুলো মেনেই হোস্টেল পরিচালনা করতে হবে।

ওআ/