ন্যাভিগেশন মেনু

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে বোলিংয়ে টাইগাররা


স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে বল হাতে মাঠে নামছে টাইগাররা।

এ ম্যাচে ইনজুরির কারণে বাংলাদেশের একাদশ থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের ইনজুরির সুযোগে টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে শামীম হোসেনের।

অপরদিকে স্বাগতিক দলে ঢুকেছেন তেন্দাই চাতারা ও মিল্টন শুম্বা। একাদশ থেকে বাদ পড়েছেন এনগারাভা ও মুসাকান্দা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ ওভারে ৪৯ রান ২ উইকেটের বিনিময়ে। এর আগে দলীয় ১৫ রানে ওপেনার মারুমানিকে সাজঘরে ফেরান শেখ মেহেদী হাসান ও দলীয় ৪২ রানে চাকাবাকে নিজের শিকারে পরিনত করেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, তাদিওয়ানাশে মারুমানি, মিল্টন শুম্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি ও তেন্দাই চাতারা।

এমআইআর/এডিবি/