ন্যাভিগেশন মেনু

দিল্লির হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় চিকিৎসকসহ ৮ জনের মৃত্যু


ফের ভারতে কোভিড হাসপাতালে মৃত্যুর ঘটনা। এবার রাজধানী দিল্লির বাটরা নামে একটি হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় ডা. আরকে হিমথানিসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

মৃত আটজনের মধ্যে ছয়জনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। আর দু'জন ওয়ার্ডে।

এনডিটিভি জানায়, ডা. আরকে হিমথানি ওই হাসপাতালের গ্যাসট্রোএন্ট্রোলজি বিভাগের প্রধান ছিলেন।

দিল্লি হাইকোর্টকে হাসপাতালের কর্মকর্তারা বলেন, অন্তত ৮০ মিনিট ধরে ২৩০ রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় অক্সিজেন শেষ হয়ে গেছে। আর নতুন সরবরাহ এসেছে রাত দেড়টায়। অর্থাৎ একঘণ্টা ২০ মিনিট অক্সিজেনবিহীন থাকতে হয়েছে।

সিবি/এডিবি/