NAVIGATION MENU

দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন কারিনা


দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বুধবার বলিউড অভিনেতা সাইফ আলি খানের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনে এই শুভ সংবাদ জানান সাইফ-করিনা দম্পতি।

যৌথ বিবৃতিতে কারিনা ও সাইফ বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। ভালোবাসা ও সমর্থনের জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।

২০২১ সালের মার্চে নতুন সন্তানের জন্ম দেবেন কারিনা। কারিনার এখন পাঁচ মাসের গর্ভাবস্থা চলছে।

সারা, ইব্রাহিম, তৈমুরের পর এখন নতুন সদস্যের অপেক্ষা এই তারকা দম্পতির।

কারিনার বাবা রণধীর কাপুর বলেন, ওরা এবার চারজনের পরিবার হবে। তৈমুরের একজন খেলার সঙ্গী খুব দরকার।

সাইফ ও কারিনাকে ভক্তরা ‘সাইফিনা’ নামে ডাকতেই ভালোবাসে। ‘তাশান’ ছবির সেটে তাদের বন্ধুত্ব ও প্রেম হয়। ২০১২ সালে তারা বিয়ে করেন। আর ২০১৬ সালে তাদের পুত্র তৈমুরের জন্ম হয়।

নিজের গর্ভাবস্থা নিয়ে বরাবরই কোনও গোপনীয়তা নেই কারিনার। তৈমুরের সময়েও চুটিয়ে কাজ করেছিলেন শেষ দিন পর্যন্ত। দ্বিতীয় প্রেগন্যান্সিতে স্পষ্ট বেবি বাম্প নিয়ে এই প্রথম প্রকাশ্যে এলেন নায়িকা।

ওয়াই এ/ওআ