ন্যাভিগেশন মেনু

অটোয়ায় বিজয় দিবস উদযাপিত


অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়।

অনুষ্ঠানেরকর্মসূচীমূলত দু’ভাগে বিভক্ত ছিল। ১৬ ডিসেম্বরদিনেরশুরুতেবাংলাদেশ হাউজে হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতীয়পতাকাউত্তোলনেরমধ্য দিয়েদিবসেরকার্যক্রম শুরুকরেন।

জাতীয়পতাকাউত্তোলনের সাথে সাথে জাতীয়সংগীতবাজানো হয়। হাইকমিশনেরসকলকর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময়উপস্থিত ছিলেন। পতাকাউত্তোলনের পর জাতিরজনক বঙ্গবন্ধুসহ সকলশহীদদেরআত্মারমাগফেরাতকামনাকরেবিশেষ মোনাজাতকরা হয়।

পরবর্তীতে,বেলা৫টায় শুরু হয় দিনের দ্বিতীয় কর্মসূচী।করোনামহামারীর কারণে কানাডার ১০টি প্রদেশও তনিটি টেরিটরির বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ভার্চুয়ালিএ অনুষ্ঠানে যোগদানকরেন।

মিশনেরকাউন্সেলর মোঃসাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। এরপরশুরুতেইবিজয়দিবসউপলক্ষেপ্রদত্ত রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রীরভিডিওবার্তা প্রদর্শনকরা হয়।

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্তবাণীপাঠকরে শোনানযথাক্রমে মিয়া মোঃমাইনুলকবির, মিনিস্টার দেওয়ান হোসনেআইয়ুব, মিনিস্টার মোঃশাকিলমাহমুদ, কাউন্সেলর, অর্পণা রানী পাল।

বাণীপাঠের পর কানাডায় বসবাসরত আমন্ত্রিতবাংলাদেশীকমিউনিটির নেতৃবৃন্দ তাঁদেরপরিচয়দিয়েএকটি উন্মুক্ত আলোচনাঅনুষ্ঠানে অংশ নেন।   উন্মুক্ত আলোচনারশুরুতেইভারপ্রাপ্তহাইকমিশনার স্বাগত বক্তব্য প্রদানকরেন।

স্বাগত বক্তব্যে তিনিপ্রথমেইজাতিরজনকসহসকলশহীদদেরপ্রতি শ্রদ্ধাজানান ।   

এস এস