NAVIGATION MENU

দ: কোরিয়া সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের: বাণিজ্যমন্ত্রী


দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের বলে জানিয়েছেন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাংকিউনের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমেরও অংশীদার দক্ষিণ কোরিয়া। তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য উৎপাদনের পাশাপাশি নির্মাণ কাজেও তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

বাণিজ্যমন্ত্রী রফতানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা প্রদানে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। উভয় দেশ উদ্যোগ নিলে এ সুযোগকে কাজে লাগানো সম্ভব। ’

বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার প্রশংসা করে রাষ্ট্রদূত লি জাংকিউন বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া।’

মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমআইআর/ওআ