ন্যাভিগেশন মেনু

ধনকুবেরের চাঁদ ভ্রমণে সঙ্গী হতে চান ৩০ হাজার নারী


চাঁদে ভ্রমণের জন্য একজন নারী সঙ্গীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাপানের ধনকুবের ইয়োসাকু মাইজাওয়া।

মাত্র কয়েক দিনের ব্যবধানে আবেদন জমা পড়ে প্রায় ৩০ হাজার নারীর। জীবনসঙ্গী নির্বাচনে টেলিভিশন শো করারও প্রস্তুতি চলছিল।

ঠিক এর মধ্যেই হঠাৎ করে সঙ্গী খোঁজার এই অভিযান থেকে সরে এসেছেন ইউসাকু।

কিন্তু অবশেষে সেই পরিকল্পনা থেকে সরে আসলেন তিনি।

বৃহস্পতিবার একটি টুইট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন সঙ্গী ছাড়াই চাঁদে যাবেন তিনি। খবর বিবিসি'র ।

ইয়োসাকু মাইজাওয়া জানিয়েছেন, চাঁদে যাওয়ার জন্য প্রায় ৩০ হাজার আবেদন পেয়েছেন তিনি। তবে এই নিয়ে তার মিশ্র অভিজ্ঞতা হয়েছে।

এজন্যই তিনি সঙ্গী ছাড়া চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ঘোষণা দিয়েছেন, ২০২৩ সাল কিংবা তার কিছুদিন পর চাঁদে প্রথমবারের মতো মানুষ পরিবহন করবে তাঁর প্রতিষ্ঠান। এই অভিযানে যাওয়ার কথা রয়েছে জাপানের ৪৪ বছর বয়সী ধনকুবের মেইজাওয়ার।

ওআ / এস এস