ন্যাভিগেশন মেনু

ধর্মীয় অনুভূতিতে আঘাত, ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা ডিবি’তে হস্তান্তর


ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এবার ধরা খেলেন  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।হিন্দু ধর্ম সম্পর্কে মনগড়া ধৃষ্টতাপূর্ন বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে মামলা হয়েছে।

চট্টগ্রামের গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীর আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, শুনানি শেষে নির্দেশ দেওয়া হয়।  আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন সাংবাদিক বিপ্লব দে।

এদিকে শাসকদল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও সুযোগ খুঁজছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের আরও বলেন, উন্নয়ন বিরোধী অপশক্তি এখনও চারপাশে আছে। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে মেনে নিতে পারছে না।

তারা আসলে শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, যারা শেখ হাসিনাকে হত্যা করার চক্রান্ত করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। স্বাধীনতা নিরাপদ নয়। তিনি বলেন, যাদের ক্ষমতার উৎস বন্দুকের নল, তারা এখন গুম-খুনের কথা বলে।

চট্টগ্রামে দায়ের করা মামলার আরজিতে বলা হয়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৯ আগস্ট ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি সমাবেশে সনাতন হিন্দু ধর্মে আঘাত দেওয়ার অভিপ্রায়ে আপত্তিকর কথা বলেন।

পরবর্তী সময়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে বাদী তা জানতে পারেন। মহাভারত সনাতন ধর্মীয় দর্শনের ভিত্তি হিসেবে গণ্য হয়। মহাভারত ও রামায়ণ সম্পর্কে জনসমক্ষে

এস এস