ন্যাভিগেশন মেনু

ধর্ম মানুষকে ভেদাভেদ করতে শেখায় না: নুসরাত


বিতর্ক পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের। অতি সম্প্রতি হিন্দু ছেলেকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। এরপর মাথায় সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরে তোপে পড়েছেন তিনি। এ নিয়ে ফতোয়াও জারি হয়েছে।

কলকাতায় ইস্কনের রথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নুসরাত। বসিরহাটের তৃণমূল সাংসদের পড়নে ছিল হলুদ, লাল শাড়ি। মঙ্গলসূত্র, সিঁদুর ও শাখা পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন তিনি।

ফতোয়া প্রসঙ্গে এদিন নুসরত বলেন,  এই ধরণের বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম আমি জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।

আরো পড়ুন :

নুসরাত হত্যার ১৬ আসামিকে আদালতে তোলা হলো

সিঁদুর ও মঙ্গলসূত্র পড়ায় নুসরতকে ফতোয়া দিয়েছিলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি।

নুসরাত জবাব দিয়েছিলেন, আমরা নতুন প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। ঈশ্বরের নামে ভেদাভেদ কেন? হ্যাঁ, আমি একজন মুসলিম। আমি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক। আমার ধর্ম আমাকে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শেখায় না।

এসএস

বিস্তারিত খবর পেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট