ন্যাভিগেশন মেনু

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন


নারী-শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঈশ্বরদী উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমিতির পক্ষ থেকে দেওয়া লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, চলতি বছরে গত নয় মাসে দেশে ৯৮১টি ধর্ষণ, ধর্ষণের পর ৪১ জনকে হত্যা করা হয়েছে। ধর্ষিতা ৯ নারী আত্মহত্যা করেছে। ওই সময়ে ১২০ জন শিশুও ধর্ষিত হয়েছে।

শিক্ষার্থীরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, আমরা চাই সমাজ থেকে এই জঘন্য অপকর্ম নির্মূল হোক। দেশের চলমান যে ধর্ষণবিরোধী আইন আছে তা এই জঘন্যতম অপরাধকে দমনের জন্য যথেষ্ট নয়। তাই আমরা ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড দাবি করছি।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জিকরুল আলম সৌরভ, সাধারণ সম্পাদক আল তৌফিক সানি, সদস্য শিক্ষার্থী শাহরিয়ার, মোস্তাফিজ, দীপ্ত, আয়েশা সিদ্দিক, ফয়সাল, ইমরানুজ্জামান, তৌফিক প্রমুখ ।

এস এ /এডিবি