ন্যাভিগেশন মেনু

ধর্ষণের প্রতিবাদে তৃতীয়দিনের মতো উত্তাল শাহবাগ


‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানার হাতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে শাহবাগে চলছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। এ প্রতিবাদে উত্তাল অবস্থা বিরাজ করছে শাহবাগে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার পর থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন  আন্দোলনকারীরা।

‘ধর্ষণের ও নিপীড়ন বিরোধি ছাত্র জনতা,’ ‘সেভ আওয়ার ওম্যান-বাংলাদেশ’ এবং প্রগতিশীল বিভিন্ন সংগঠন ধর্ষণের বিরুদ্ধে এসব কর্মসূচি পালন করছে।

এর আগে গতকাল গণজমায়েতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী, লেখক-কবি ও ব্লগাররা যোগ দিয়েছিলেন। তারা দুপুরে মিনিটে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়ে প্রতিবাদকারীরা।

মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মৃদু সংঘর্ষ হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল থেকেই নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগে মোড়ে অবস্থান নিতে শুরু করে ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় আজও শত শত মানুষ শাহবাগে ধর্ষণবিরোধী আন্দলন শুরু করেছেন।

সিবি/এডিবি