ন্যাভিগেশন মেনু

ধর্ষণ মামলার বিচার ৩০ কার্যদিবসে সম্পন্নের দাবিতে মানববন্ধন

ধর্ষণের মামলার বিচার ৩০ কার্যদিবসের মধ্যে সমাপ্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের মুক্তির মোড়ে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মামলার বিচারে দীর্ঘসূত্রিতা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। সবচেয়ে নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের অপরাধ হচ্ছে ধর্ষণ। এই অপরাধ এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ধর্ষণের মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এই অপরাধ অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা ও নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদদ খান, একুশে পরিষদের উপদেষ্টা কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, দপ্তর সম্পাদক খন্দকার হাশেম আলী প্রমুখ।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলছে। তাই আমাদের দাবি করছে, ধর্ষণের মামলার বিচার ৩০ কার্যদিবসের সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে এ ধরণের ঘটনা অনেকটাই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।

এস এ /এডিবি