ন্যাভিগেশন মেনু

ধীরে নয়, হঠাৎ জেঁকে বসলো শীত


অগ্রহায়ণ বিদায় নিয়ে সবেমাত্র পৌষ শুরু হয়েছে। মাঘ মাসের বাকি এখনো তিন সপ্তাহের বেশি। দু'দিন থেকেই মেঘলা রাজধানীসহ দেশের আকাশ। সকাল থেকে সন্ধ্যা ভারি কুয়াশা পড়ছে।

কিন্তু এরমধ‌্যে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত।  মৌলভীবাজার জেলা জুড়েও এ শীতের কমতি নেই। সাধারণ মানুষেরা বলছেন, মাঘ মাসের শীত এবার পৌষে জেঁকে বসায় যেন  অপ্রস্তুতিতেই শীত এসে হাজির।
মৌলভীবাজারের কন কনে শীত ও বাতাসের কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে পুরো জেলার আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। সূর্যের দেখা না মিলায় শীতের তীব্রতাও বেড়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও ঠান্ডা বাতাস রয়ে যায়। আবার সন্ধ‌্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর মাত্রা আরো বেড়ে যায়।
শহরের বনশ্রী এলাকায় বিল্ডিংএ কাজ করছেন বেশ কয়েকজন দিনমজুর। কথা হয় তাদের সাথে, তারা বলছেন- শীত মাঘ মাসে বেশি পড়ার কথা, কিন্তু হঠাৎ করে এই কয়েকদিন থেকে শীত পড়ায় এবং সাথে ঠান্ডা বাতাস থাকায় তাদের কাজ করতে কিছুটা কষ্ট অনুভব হচ্ছে।
শফিক মিয়া নামে একজন বলেন, আমরা বাড়িঘর ছেড়ে এসেছি এখানে কাজ করতে। শীতের কাপড়চোপড়ও আনিনি। কারণ এরকম ঠান্ডা পড়বে মনেই আসেনি তখন। শীতের সকালে কাজ করতেও সমস্যা।
কথা হয় টং দোকানের চা বিক্রেতা আব্দুস সালামের সাথে, তিনি বলেন- গত কয়েকদিন তাকি খুব ঠান্ডা লাগের। খুব বেশি কুয়াশা থাকায় দোকান কিছু দেরিতে খুলতে হয়। বেচাকিনাও এখন কম।
টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী শাহিনুল ইসলাম বলেন, সকালে ঠান্ডা বাতাস থাকায় কলেজে যেতে সমস্যা হয়। শীতের পোশাক পরিধান না করে বেরুলে ঠান্ডায় শরীর কাপে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বাংলাদেশ পোস্টকে বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
এদিকে গত ৪ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে। সেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরে আবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। (১৩ ডিসেম্বর) তাপমাত্রা ছিলে ১১ ডিগ্রি। শনিবার সকাল ৯টায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

ওয়াই এ / এস এস