ন্যাভিগেশন মেনু

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’


ভারতের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণবাতে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।

আর যদি তেমনটা হয়, তাহলে আর কিছুদিনের মধ্যেই সুন্দরবনে আছড়ে পড়বে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’।

হাওয়া অফিস সূত্রে খবর আগামী ২৩ মে থেকে ২৫ মে'র মধ্যে পশ্চিমবঙ্গে আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ।

গতবছর মোটামুটি এই সময়েই পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। এই ঘূর্ণিঝড়ে তীব্রতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমফানের থেকেও বেশি হবার সম্ভাবনা রয়েছে।

দেটির আবহাওয়া দপ্তরের খবর দিয়ে জি নিউজ জানায়, এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে সুন্দরবনের উপর। তারপর অভিমুখ পরিবর্তন করে বাংলাদেশের দিকে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, 'যশ' ঝড়ের নামকরণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। 

এডিবি/