ন্যাভিগেশন মেনু

ধৈর্য ধরুন, সবাই টিকা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী


পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দেয়া হবে জানিয়ে টিকা পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে   স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা একেবারেই সবাইকে টিকা দিতে পারব না। আমরা সাধ্যমত টিকা কিনে আনার চেষ্টা করছি। সবাই টিকা পাবেন। ধৈর্য ধরতে হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ডেঙ্গু ও করোনা মহামারিতে চ্যালেঞ্জ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রতিদিন কোটি কোটি মানুষ টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করছে। সবাইকে তো একসাথে টিকা দেয়া যাবে না। ধৈর্য ধরতে হবে। পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেয়া হবে।

টিকার প্রাপ্যতা সাপেক্ষে সবার জন্য তা নিশ্চিত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এখন সব খুলে দেয়া হয়েছে। জীবন ও জীবিকা দুটিই চলছে। জীবন বাঁচিয়েই জীবিকা অর্জন করতে হবে।

করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতে স্বাস্থ্যকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি বিষয়ের একটি সীমা আছে। চিকিৎসা ব্যবস্থার উপর চাপ কমাতে সংক্রমণ কমাতে হবে৷ এটি নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এসময় অল্প কয়েক দিনের মধ্যেই নতুন করে চার থেকে পাঁচ হাজার টেকনিশিয়ান নিয়োগ দেয়া হবে বলে জানান মন্ত্রী।

এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা নতুন করে উদ্বেগ তৈরি করছে জানিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর সংকুলোন হচ্ছে না। মেয়ররা ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মশা মারতে হবে। মশা মারায় আরও জোর দিতে হবে।

ওআ/