NAVIGATION MENU

নগরকান্দায় মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২


ফরিদপুরের নগরকান্দায় রেললাইন পারাপারের সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)।

আহতরা হলেন - একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুর এর ছেলে হান্নান শেখকে (৪৮)। তাদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন মারা যান।’

ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি জানান, ‘মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে যাওয়ার পথে নগরকান্দা অংশে একটি গেইটম্যান বিহীন গেইট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।’

ওয়াই এ/এডিবি